ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ
ইউএস-বাংলা এয়ারলাইনস এজিএম/ডিজিএম (ট্রান্সপোর্ট), ম্যানেজার (ট্রান্সপোর্ট) ও সিনিয়র এক্সিকিউটিভ (ব্যাংকিং অ্যান্ড কমার্শিয়াল) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এজিএম/ডিজিএম (ট্রান্সপোর্ট) : এই পদে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ থেকে ১৫ বছর অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের এজিএম/ডিজিএম(ট্রান্সপোর্ট) পদে নিয়োগ দেওয়া হবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ার ডিপ্লোমাধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পদসংখ্যা একটি। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫-৪৫ বছর।
ম্যানেজার(ট্রান্সপোর্ট) : এই পদে আবেদন করতে প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং ন্যূনতম ৭ থেকে ১২ বছরের অভিজ্ঞতা। প্রার্থীদের বয়স হতে হবে ৩০-৩৫ বছরের মধ্যে। এখানেও অগ্রাধিকার পাবেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীরা। পদসংখ্যা একটি।
দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন যেকোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন সিনিয়র এক্সিকিউটিভ (ব্যাংকিং অ্যান্ড কমার্শিয়াল) পদে। একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন ২৫-৩২ বছর বয়সের প্রার্থীরা।
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও ছবিসহ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন- এইচআর ডিপার্টমেন্ট, বাসা# ৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র মেইল করতে পারবেন career@us-banglaairlines.com ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০১৫।
সূত্র : বিডিজবস ডটকম।