বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে চিকিৎসক আবশ্যক
আবাসিক চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। একটি শূন্য পদের বিপরীতে আগ্রহী প্রার্থীদের আবেদনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আবেদনের যোগ্যতা :
এমবিবিএস পাস ও কর্মক্ষেত্রে সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটির জন্য। এ ক্ষেত্রে ২২ নভেম্বর-২০১৫ তারিখে আবেদনকারীদের বয়স অবশ্যই অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। জাতীয় বেতনক্রম অনুযায়ী পদটির জন্য ৩১ হাজার ২৫০ টাকা বেতন প্রদান করা হবে। এ ছাড়া সংস্থাটির নিয়ম অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন করা যাবে ২২ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৩ অক্টোবর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :