চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে ক্যারিয়ার গড়ুন
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে মেডিকেল অফিসার পদে আটজন ও সহকারী ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল) পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে।
মেডিকেল অফিসার পদে আবেদনের যোগ্যতা
চিকিৎসাবিদ্যায় স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন মেডিকেল অফিসার পদের জন্য। বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং চিকিৎসা ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অধিক অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৭ বছর পর্যন্ত শিথিল করা যেতে পারে। পদটির জন্য সর্বসাকল্যে ২৯ হাজার ৭০০ টাকা বেতন দেওয়া হবে।
সহকারী ব্যবস্থাপক পদে আবেদনের যোগ্যতা
বিএসসি, অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং (অনার্স) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। সহকারী ব্যবস্থাপক পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এই পদের জন্য নির্ধারিত বেতন ২০ হাজার ৩৭০ টাকা।
আগামী ১৬ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে আবেদনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।
সূত্র : দৈনিক প্রথম আলো, ২৩ অক্টোবর-২০১৫।