এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে অপসোনিন ফার্মা
প্রোডাক্ট এক্সিকিউটিভ ও ইনস্টিটিউট সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেড। ঢাকার অভ্যন্তরে প্রতিষ্ঠানটির প্রধান শাখায় এসব পদে নিয়োগ দেওয়া হবে।
প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে আবেদনের যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমফার্ম বা বিফার্ম উত্তীর্ণরা আবেদন করতে পারবেন প্রোডাক্ট এক্সিকিউটিভ পদের জন্য। প্রার্থীদের ন্যূনতম এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে।
ইনস্টিটিউট সেলস এক্সিকিউটিভ পদে আবেদনের যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিএসসি বা এমএসসি সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবেন এই পদে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রিধারী ও কর্মক্ষেত্রে এক থেকে দুই বছর অভিজ্ঞ প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
উভয় পদের জন্য আবেদনকারীদের এমএস অফিস বিষয়ে কম্পিউটারজ্ঞান থাকতে হবে। আবেদনকারীদের বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩২ বছর। প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ বরাবর আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর, ২০১৫ পর্যন্ত।
২৬ অক্টোবর, ২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।