১৫৪ পদে নিয়োগ দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ১৫৪ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদ্গুলোর মধ্যে কম্পিউটার অপারেটর পদে ৭০ জন, ক্যাটালগার পদে একজন, ব্যক্তিগত সহকারী (পিএ) পদে তিনজন, উচ্চমান সহকারী পদে একজন, হিসাবরক্ষক পদে একজন, ক্যাশিয়ার পদে একজন, ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজন, স্টোরকিপার পদে একজন, প্লাম্বার পদে একজন ও ড্রাইভার পদে ৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ১ নভেম্বর-২০১৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
প্রয়োজনীয় কাগজপত্র ও ১০০ টাকা পরীক্ষার ফিসহ আবেদন করা যাবে আগামী ১২ নভেম্বর-২০১৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইটে (http://doict.portal.gov.bd) ৬ অক্টোবর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :