রিটেইনার অ্যাডভোকেট পদে নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মামলাসংক্রান্ত কাজ পরিচালনার জন্য অস্থায়ী রিটেইনার অ্যাডভোকেট পদে সাতজনকে নিয়োগ দেবে বিভাগটি।
১০ ডিসেম্বর, ২০১৫ তারিখে বয়স ন্যূনতম ৪০ বছর এবং আইন পেশায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলোতে। মনোনীত প্রার্থীদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে।
নির্বাচিত রিটেইনার অ্যাডভোকেটকে রিটেইনার ফি বাবদ মাসিক ৫০ হাজার টাকা, বিভিন্ন প্রকৃতির মামলার ড্রাফটিং, ফাইলিং ও এফিডেভিট সম্পাদন খরচ বাবদ দৈনিক ১০ হাজার টাকা, হাজিরা বাবদ দৈনিক দুই হাজার টাকা, মামলার শুনানি বাবদ মাসিক ৩০ হাজার টাকা, টেলিফোন বাবদ মাসিক দুই হাজার টাকা এবং মাসিক পাঁচ হাজার টাকা বিবিধ খরচ দেওয়া হবে।
পদটিতে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত।
দৈনিক প্রথম আলোয় ৩ নভেম্বর, ২০১৫ তারিখে (পৃষ্ঠা-৯) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।