ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে ১৫ পদে নিয়োগ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৫ টি পদের বিপরীতে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, মেডিকেল অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে।
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে মোট তিনজনকে। জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটির জন্য বেতন দেওয়া হবে ২৯ হাজার ৭০০ টাকা।
বৈজ্ঞানিক কর্মকর্তা
মোট নয়টি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন ২৯ হাজার ৭০০ টাকা।
মেডিকেল অফিসার
মেডিকেল অফিসারের একটি পদে এমবিবিএস ডিগ্রিধারী প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। পদটির জন্য নির্ধারিত বেতন ২৯ হাজার ৭০০ টাকা।
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
জীববিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে। একটি পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বেতন দেওয়া হবে ৯ হাজার ৭৪৫ টাকা।
অফিস সহকারি-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমান পাস ও টাইপিংয়ে দক্ষ প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। পদটির জন্য বেতন ৯ হাজার ৭৪৫ টাকা। পদসংখ্যা একটি।
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর। এ ছাড়া ৩০ বছর বা এর কম বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন অন্যান্য পদগুলোতে।
আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৪ নভেম্বর ২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৫) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-