সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ২৩ পদে নিয়োগ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অস্থায়ী ভিত্তিতে ২৩ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে তিনজন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১০ জন, ক্যাশিয়ার পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন এবং অফিস সহায়ক পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোতে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স আগামী ১০ ডিসেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীরা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১০ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত। আবেদন ফরম সংগ্রহ করা যাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে (www.rthd.gov.bd)।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৬ নভেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :