৩৩০ জনকে নিয়োগ দিচ্ছে আনসার ব্যাটালিয়ন
বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩৩০টি শূন্য পদের মধ্যে অস্থায়ীভাবে ৩০০ জন পুরুষ ও ৩০ জন নারী নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম নবম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সনদ প্রদর্শন করতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন ন্যূনতম ৫২ কেজি হতে হবে। এ ছাড়া বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। নারীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে।
বয়স
প্রার্থীদের বয়স ৩০ নভেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। শুধু অবিবাহিত প্রার্থীদের আবেদনের আহ্বান জানিয়েছে আনিসার কর্তৃপক্ষ।
নিয়োগের ক্ষেত্রে অধিক উচ্চতা, শহীদ পরিবার, তালিকাভুক্ত আনসার-ডিভিপি সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অধিক যোগ্য প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১২ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৫) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :