র্যাংগস ফার্মাসিউটিক্যালে ক্যারিয়ার গড়ুন
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠান র্যাংগস ফার্মাসিউটিক্যাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরিয়া ম্যানেজার ও মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
এরিয়া ম্যানেজার
এমএসসি, বিএসসি, এমকম অথবা বিকম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। কর্মকর্তা পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ ফার্মাসিউটিক্যাল সেলসে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। এ ছাড়া বাংলা ও ইংরেজিতে যোগাযোগ এবং মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে।
মেডিকেল প্রমোশন অফিসার
বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং যেকোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেলসে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৭, ১৮, ১৯ এবং ২১, ২২ নভেম্বর -২০১৫ তারিখে ‘র্যাংগস ভবন (লেভেল-৫), ১১৭/এ, পুরাতন এয়ারপোর্ট রোড, বিজয় স্মরণি, তেজগাঁও, ঢাকা-১২১৫’ ঠিকানায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৭ নভেম্বর -২০১৫ তারিখে (পৃষ্ঠা -১৭) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :