বাংলাদেশ ব্যাংকে উচ্চ বেতনে চাকরি
টাকা জাদুঘরে ‘কিপার’ পদে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। চুক্তিভিত্তিতে সাধারণভাবে দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে মাসিক এক লাখ টাকা বেতন দেওয়া হবে। তবে আলোচনা সাপেক্ষে চাকরির মেয়াদ বাড়ানো যেতে পারে।
ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রত্নতত্ত্ব অথবা মিউজিওলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের কোনো বিশ্ববিদ্যালয় বা জাদুঘরে ন্যূনতম আট বছর কাজের অভিজ্ঞতা এবং বিষয়ভিত্তিক জার্নালে তিনটি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে। সর্বোচ্চ ৪৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।
পদটিতে আবেদন করা যাবে আগামী ৭ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ১৯ নভেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :