যমুনা গ্রুপে ম্যানেজার পদে ক্যারিয়ার গড়ুন
যমুনা গ্রুপ ম্যানেজার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাইরেক্টর বা জেনারেল ম্যানেজার (সেলস ও অপারেশন) এবং ম্যানেজার (সেলস ডিপার্টমেন্ট) পদে আবেদনের জন্য বিস্তারিত :
ডাইরেক্টর বা জেনারেল ম্যানেজার (সেলস ও অপারেশন)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রিধারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রনিক্স, অটোমোবাইল, স্টিল অথবা সিমেন্ট শিল্পে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। ৪৫ থেকে ৪৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানী ঢাকায়।
ম্যানেজার (সেলস ডিপার্টমেন্ট)
স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী এবং অনূর্ধ্ব ৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ২৮ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৩ নভেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৪) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :