বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চাকরি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। সাতটি পদে মোট নয়জন নিয়োগ দেওয়া হবে। পদ্গুলো সম্পর্কে বিস্তারিত :
উপসচিব, জেনারেল সার্ভিসেস ও এস্টেট
একটি শূন্য পদে আবেদন করতে পারবেন সিভিল, মেকানিক বা ইলেকট্রিক ও ইলেকট্রনিকসে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা। এ ছাড়া আবেদনকারীদের পাঁচ থেকে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২২ হাজার ২৫০ থেকে ৩১ হাজার ২৫০ টাকা।
উপসহকারী প্রকৌশলী, অটোমোবাইল
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন একটি পদের জন্য। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে আট হাজার থেকে ১৬ হাজার ৫৪০ টাকা।
হেল্প ডেস্ক টেকনিশিয়ান
হেল্প ডেস্ক টেকনিশিয়ানের দুটি শূন্য পদে আবেদন করতে পারবেন স্নাতক পাস ও দুই বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা। বয়স ৩০ বছর বা এর কম বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন। বেতন দেওয়া হবে ছয় হাজার ৪০০ থেকে ১৪ হাজার ২৫৫ টাকা।
ডাটা এন্ট্রি অপারেটর
স্নাতক পাস ও দুই বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন একটি পদের বিপরীতে। পদটিতে বেতন দেওয়া হবে পাঁচ হাজার ৫০০ থেকে ১২ হাজার ৯৫ টাকা। আবেদনের বয়সসীমা ৩০ বছর।
স্টোরকিপার
স্নাতক পাস ও দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন স্টোরকিপারের একটি পদের বিপরীতে। আবেদনের বয়সসীমা ৩০ বছর। পদটিতে বেতন দেওয়া হবে পাঁচ হাজার ৫০০ থেকে ১২ হাজার ৯৫ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন দুটি শূন্য পদে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন চার হাজার ৭০০ থেকে নয় হাজার ৭৪৫ টাকা।
অফিস সহায়ক
অষ্টম শ্রেণি বা এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস সহায়কের দুটি পদে। বেতন দেওয়া হবে চার হাজার ১০০ থেকে সাত হাজার ৭৪০ টাকা। ১৮ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন আগামী ১০ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :