নিয়োগ দিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। পদগুলো সম্পর্কে বিস্তারিত :
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে ৫ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার ৯৫ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
দুইটি শূন্য পদে আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৪ হাজার ৭০০ টাকা থেকে ৯ হাজার ৭৪৫ টাকা।
ক্যাশিয়ার
বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এ পদের জন্য। বেতন দেওয়া হবে ৫ হাজার ২০০ টাকা থেকে ১১ হাজার ২৩৫ টাকা।
অফিস সহায়ক
অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৪ হাজার ১০০ টাকা থেকে ৭ হাজার ৭৪০ টাকা বেতন দেওয়া হবে পদটিতে।
সব পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২৫ নভেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :