কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ২৫টি পদে মধ্যে ব্যক্তিগত সহকারী পদে একজন, উচ্চমান সহকারী পদে দুজন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চারজন, ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চারজন, নোটিশ সার্ভার পদে তিনজন, অফিস সহায়ক পদে পাঁচজন ও নিরাপত্তা প্রহরী পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধা সন্তানদের পোষ্যর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩২ বছর। পদগুলোতে আবেদন করতে পারবেন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীরা।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন আগামী ৩০ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক সমকাল পত্রিকায় ৩ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৮) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।