বিশ্ব খাদ্য কর্মসূচিতে ৭০ হাজার টাকার চাকরি, উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী ঢাকার অভ্যন্তরে বিজনেস সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। পদটির মেয়াদ ১২ মাস। তবে মেয়াদ পরে বর্ধিত হতে পারে।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও সমাজবিজ্ঞান থেকে বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা সংশ্লিষ্ট ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতাসহ মোট চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার, মাইক্রোসফট অফিস এবং ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন সর্বসাকল্যে ৬৯ হাজার ৯৮১ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পদের ঘোষণা নম্বর (ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট নম্বর) ও পদের নামসহ জীবনবৃত্তান্ত, ‘পারসোনাল হিস্টোরি ফরম’ এবং ‘সামারি অব ক্যান্ডিডেটস প্রোফাইল’ জমা দিতে হবে Bangladesh_Vacancy_Announcement@wfp.org ই-মেইল ঠিকানায়। ই-মেইলের বিষয়ের স্থানে পদের নাম উল্লেখ করতে হবে। পদটিতে আবেদন করা যাবে ৩০ আগস্ট-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :