১৫২ জন নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ৩ ক্যাটাগরির পদে ১৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম : জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)
পদসংখ্যা : ৮১
যোগ্যতা
এইচএসসি অথবা সমমান পাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
২. পদের নাম : জুনিয়র মেকানিক জিএসই
পদসংখ্যা : ৪১
যোগ্যতা
মেকানিক্যাল/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ–৩ (৫–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ–২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল
১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. পদের নাম : জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই
পদসংখ্যা : ৩০
যোগ্যতা
ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ–২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল
১১,০০০-২৬,৫৯০ টাকা।
বয়সসীমা
সব পদে বয়সসীমা ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ৫ মার্চ ২০২৫, বিকেল ৫টা।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।