Beta

উত্তর

কয়টি ত্রিভুজ আছে এই ছবিতে?

১৮ জুলাই ২০১৫, ১৮:৫৮

সংশ্লিষ্ট খবর

ঈদের ছুটিতে অবশেষে বাসায় জিরোবার ফুরসত পেয়েছে শাফিন। এমনি সময়ে ক্লাস, পরীক্ষা, টিউশনি আর ক্লাবের কাজকর্ম সেরে বাসায় আরাম করার সুযোগই মেলে না। বন্ধুবান্ধবেরও অবস্থা একই রকম। তারাও যে যার কাজে ব্যস্ত থাকে। ঈদের ছুটিতে আজ শাফিনের স্কুলজীবনের আরো তিন বন্ধু ওর বাসায় এসেছে।

স্কুলের বন্ধুরা এক জায়গায় হলে যা হয় আর কি, ছেলেবেলার দিনগুলো নিয়ে তুমুল হাসিঠাট্টা চলছে। সবচেয়ে বেশি গল্প হচ্ছে গণিত ক্লাসের। ওদের অনেকেই উপপাদ্য করতে গিয়ে হিমশিম খেয়ে যেত, ত্রিভুজ আর কোণের হিসাব মেলাতে গিয়ে শেষটায় উপপাদ্য ‘মুখস্থ’ করার স্মৃতি নিয়েও চলছে হাসাহাসি।

শাফিন এমনই সময় ফেসবুকে একটা কিছু দেখে একদম অন্যমনস্ক। ওর এই ব্যাপারটা টের পেল বন্ধুরা। তাদের জিজ্ঞাসায় অন্যমনস্ক শাফিন বলল, ‘বুঝতে পারছি না রে, এই ত্রিভুজের মধ্যে মোট কয়টা ত্রিভুজ আছে। এখানে অপশন দেওয়া আছে ৯, ১০, ১১, ১২, ১৩। এত ত্রিভুজ কোথায়?’ শাফিনের বন্ধুরাও ভেবে কুলকিনারা করতে পারছে না।

ছবিটা দেখুন তো! মোট কয়টা ত্রিভুজ আছে এর মধ্যে?

উত্তর হচ্ছে- মোট ১৩টি ত্রিভুজ আছে এই ছবিতে। কোনো সন্দেহ থাকলে আবার গুনে দেখুন!

Advertisement