শিশু একাডেমিতে চলছে বইমেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমিতে চলছে বইমেলা। নেই তেমন কোনো সাজসজ্জা নেই। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কী হচ্ছে। তবে ভেতরে ঢুকতেই মন ভরে গেল শিশুদের কলকাকলিতে। প্রদীপের মতো জ্বলজ্বল করছিল শিশুদের উচ্ছ্বাস। অভিভাবকের হাত ধরে শিশুরা ব্যস্ত পছন্দের বই খোঁজাতে।
সপ্তমবারের মতো শিশু একাডেমি আয়োজিত এ বইমেলায় চলবে ২৬ মার্চ পর্যন্ত। শিশুদের হাতে বই তুলে দেওয়া, শিশুদের পাঠাভ্যাস গড়ে তুলতে ১১ দিনব্যাপী এ মেলার আয়োজন।
শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার (প্রকাশনা) সুজন বড়ুয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘শিশুরা যদি পাঠ্যপুস্তকে গণ্ডিবদ্ধ না থেকে অন্যান্য বই পড়ে, তবে তারা জ্ঞানের রাজ্যে, আনন্দের রাজ্যে প্রবেশ করতে পারবে। এ মেলায় শিশুদের জন্য গল্প, ছড়া, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের ইতিহাসের বই পাবে। এ মেলা শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবে। শিশুদের হাতে তুলে দেওয়ার জন্য বইয়ের থেকে ভালো আর কী হতে পারে। তাই সবার এখানে আসা উচিত।’
মোহাম্মদপুর থেকে মা-বাবার সাথে মেলায় ঘুরতে আসা তাসনুভা রহমান বলে, ‘এ মেলায় এবার আমি প্রথম এসেছি। বাবার কাছে বই চেয়েছি তাই সে আমাকে এখানে নিয়ে এসেছে। আমার খুবই আনন্দ লাগছে। যে বইগুলো কিনব সেগুলো আমার সব বন্ধুদের দেখাব, কেউ পড়তে চাইলে তাকেও পড়তে দেব।’
এবারের বইমেলায় বাংলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, চলচ্চিত্র ও প্রকাশনা সংস্থাসহ ৭৫টি প্রকাশনী অংশ নিচ্ছে।