ব্যাঙে খেল সাপ!
প্রকৃতিতে খাদ্যচক্রের নিয়ম অনুযায়ী একশ্রেণির খাদক অন্য শ্রেণির আরেকটা খাদককে খেয়ে জীবনধারণ করে, তা তোমরা সকলেই জানো। যেমন ধরো, ছোট পোকা কিংবা ঘাসফড়িং খায় ব্যাঙে, আবার ব্যাঙকে খায় সাপে। তোমরা বাস্তবে কিংবা বিভিন্ন টিভি চ্যানেলে সাপের ব্যাঙ শিকারের দৃশ্য দেখে থাকবে। সাপে ব্যাঙ খায়, এটাই প্রচলিত নিয়ম। কিন্তু যদি বলা হয়, একটি সাপকে ধরে খেয়ে ফেলেছে একটি ব্যাঙ, কথাটি কি বিশ্বাসযোগ্য হবে? মোটেই না, কারণ এমন কেউ আগে দেখেছে বলে মনে হয় না।
অবিশ্বাস্য হলেও এমনই বিস্ময়কর কাণ্ড ঘটেছে কেনিয়ার একটি জঙ্গলে, এমনটিই জানা যায় জিনিউজ থেকে। কেনিয়ার ওই জঙ্গলটির নাম মাসাইমারার। ব্যাঙের সাপ খাওয়ার এই অদ্ভুত দৃশ্যটি ধরা পড়েছে সেখানে ভ্রমণে যাওয়া এক পর্যটকের ক্যামেরায়। ওই পর্যটক বলেছেন, প্রথমে তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। অবশ্য ব্যাঙটি কিন্তু নিজে থেকেই সাপটি শিকারে উদ্বুদ্ধ হয়নি, মূলত সাপের আক্রমণ থেকে নিজেকে প্রতিরোধ করতে গিয়েই এই অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলেছে ব্যাঙটি। সাপটি যখন দুপুরের খাবার জোগাড় করার জন্য ব্যাঙটির দিকে এগিয়ে গেল, তখন ব্যাঙটি ভয় না পেয়ে প্রতিরোধ করতে রুখে দাঁড়ায়। একপর্যায়ে সাপটি পিছু হটে ফিরে যাওয়ার চেষ্টা করলেও ব্যাঙটি কিন্তু সহজে সাপটিকে ক্ষমা করে দিতে নারাজ। প্রতিশোধ নিতে সাপটির ওপর আক্রমণ করে মাথায় কামড়ে ধরে। এভাবে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পর সাপটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, এর পর আস্তে আস্তে সাপটিকে খেয়ে ফেলে ব্যাঙটি। এভাবে নিজের অজান্তেই বীরত্বপূর্ণ কাণ্ডটি ঘটিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ব্যাঙটি!