ভুলি নাই ২১
বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে গুলির প্রতিবাদে প্রথম মিছিল
একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সালে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ বেশ কয়েকজন। যার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি গায়েবি জানাজার পর হাজার হাজার ছাত্র, শ্রমিক, সরকারি-বেসরকারি কর্মচারীসহ জনগণ বিশাল মিছিল নিয়ে হাইকোর্টের পথ ধরে নবাবপুর রোডের দিকে এগিয়ে যায়। তখন সবার মুখে মুখে ছিল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘খুনি নূরুল আমীনের বিচার চাই’, ‘খুনের বদলে খুন চাই’ প্রভৃতি স্লোগান। স্লোগানে স্লোগানে এগিয়ে যাওয়ার পথেই আবার হাইকোর্টের গেটের সামনে বাদ সাধে বিপুলসংখ্যক পুলিশ। মিছিলটি যদিও সেক্রেটারিয়েটের পাশ দিয়ে আবদুল গনি রোড ধরে অগ্রসর হওয়ার কথা ছিল। কিন্তু সে সুযোগ আর হয়নি। মিছিলটি গনি রোডের দিকে মোড় নিতে শুরু করামাত্র পুলিশ একই সঙ্গে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা শুরু করে। মিছিলকারীদের অনেকেই এ সময় ফজলুল হক হল, কার্জন হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ও হাইকোর্ট প্রাঙ্গণে আশ্রয় নেয়।
গ্রন্থনা : সেখ ফয়সাল আহমেদ