প্রতিক্রিয়া
আওয়ামী লীগের সম্মেলন ও প্রত্যাশা
আওয়ামী লীগ আমাদের দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী দল। এ দলের ইতিহাসে আমাদের জাতির সবচেয়ে গৌরবজনক ঘটনাবলিতে নেতৃত্বদানের স্মৃতি যুক্ত আছে। আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পটভূমিতে যে রাজনৈতিক বাস্তবতা বিরাজমান, তা প্রীতিকর নয়।
সারা দেশে জনমন মনোবল হারিয়ে ফেলেছে, সবকিছু সকলে প্রায় নীরবে মেনে নিয়ে চলছে। অর্থনৈতিক উন্নতির যে ধারা চলছে, তা নিয়ে জনগণ সন্তুষ্ট। কিন্তু অন্যায়-অবিচার বাড়ছে, বৈষম্য বাড়ছে। মানবতার পরাজয়ে হতাশা দেখা দিয়েছে। পৃথিবীজুড়েই চলছে মানুষের মনোবল হারানোর বাস্তবতা। এই পটভূমিতে আওয়ামী লীগ সম্মেলন সাফল্যের সঙ্গে শেষ করেছে।
আমরা নতুন কমিটিকে অভিনন্দন জানাই। যে মনোবলহারা অবস্থার কথা বলা হলো, তার পরিবর্তন ঘটিয়ে উন্নত অবস্থা প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র যেভাবে বিনষ্ট হয়ে গেছে, গণতান্ত্রিক চেতনা যেভাবে বিকারপ্রাপ্ত হয়েছে, তার অবসান ঘটিয়ে সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক ন্যায় পর্যায়ক্রমে বাড়াতে হবে, দুর্নীতি কমাতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ যদি জাতীয় জীবনে মহান সম্ভাবনাগুলোর বাস্তবায়িত করার কাজে অগ্রসর হয়, তাহলে সবার সমর্থন ও সহযোগিতা পাবে।
লেখক : সংখ্যাতিরিক্ত অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।