দ্বিতীয় দিনের শুরুতেই শ্রেয়াসকে থামালেন ইবাদত
একজন শ্রেয়াস আয়ারই যখন ব্যবধান টেনে দিচ্ছিলেন ইনিংসে, তখন আফসোসটাও তাঁকে নিয়েই। সেঞ্চুরির পথে হাঁটা শ্রেয়াসকে সফলতার আগেই ফেরালেন ইবাদত হোসেন। প্রথমদিনে পুজারাকেও সেঞ্চুরি করতে দেননি তাইজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে ভারত-বাংলাদেশ। প্রথম দিন শেষে শ্রেয়াসের অপরাজিত ব্যাটিং ইনিংস বেশিদূর নেওয়ার আগেই আউট হয়েছেন।
৯৮তম ওভারের শেষ বলে আউট হয়েছিলেন সেঞ্চুরি প্রত্যাশী এই ব্যাটার। ১৯২ বলে ৮৬ রান করে ফিরেছেন শ্রেয়ার। আগের দিনে অপরাজিত ছিলেন ৮২ রান করে। তখন ভারতের রান ছিল ৬ উইকেটে ২৭৪।
শ্রেয়াসের পরে উইকেটে এসেছেন কুলদ্বীপ যাদব। এই মুহূর্তে কুলদ্বীপ-অশ্বিন মিলে জুটি গড়ার চেষ্টা করছেন।
প্রথমদিনে ৪৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। চাপে পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করেছিলেন চেতেশ্বর পুজারা ও রিশাব পান্ত। দুজনে মিলে গড়েছিলেন ৬৪ রানের জুটি। খুব দ্রুত রান আসছিল এই জুটি থেকে। তবে ৩১.৪ ওভারে মিরাজের বলে আউট হয়েছিলেন পান্ত। রক্ষণাত্মক খেললেও বল মাটিতে পড়ে পিছনের উইকেটে আঘাত হানে। তাতে ৪৫ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরতে হয়েছিল ভারতীয় উইকেটরক্ষক পন্থকে।