রিয়াদে অসহায় ২২ বাংলাদেশি পরিবারকে অধ্যাপক রফিকুলের খাদ্য সহায়তা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/18/saudi-ntv.jpg)
নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অর্থ ও খাদ্য সংকটে পড়া ২২টি বাংলাদেশি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সৌদি আরবে এনটিভি দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম। রিয়াদের বিভিন্ন এলাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক এ পরিবারগুলোকে গত বৃহস্পতিবার বাদ আসর এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যতালিকায় ছিল ১০ কেজি চাল, আলু, তেল, ডাল, লবণ ও চিনি।
খাদ্যসামগ্রী বিতরণের আগে অধ্যাপক রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়। এ খাদ্য বিতরণ কর্মসূচি তদারকি করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান, রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ তালুকদার হারুনুর রশিদ, কুমিল্লার রাজনীতিবিদ ও ব্যবসায়ী তালুকদার আবদুর রহমান বেলাল, ব্যবসায়ী ও সমাজসেবী মোতালেব হোসেন, চাঁদপুরের মীর বিল্লাল হোসেন, আফজাল হোসেন প্রমুখ।
খাদ্যসামগ্রী হাতে নিয়ে প্রবাসী অসহায় পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অধ্যাপক আ ক ম রফিকুল ইসলামের প্রতি শুকরিয়া জানান।