রিয়াদে ইংরেজি নববর্ষ উদযাপন প্রবাসী বাংলাদেশিদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/04/riyad_thumb.jpg)
আনন্দ, উৎসাহ ও উদ্দীপনায় কেক কেটে সৌদি আরবের রাজধানী রিয়াদের ১৮ নম্বর এক্সিটের মারওয়া কমিউনিটি সেন্টারে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে। নবগঠিত রিয়াদ-বাংলাদেশি উইমেন্স অ্যাকটিভিস্ট ফোরাম অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠক আবদুস সালাম কিরণ ও সংগঠনের সভাপতি ফারজানা ফারুকের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, এনটিভির সৌদি আরব প্রতিনিধি ও আয়োজক সংগঠনটির নামকরণকারী ফারুক আহমেদ চান।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/01/04/riyad_2.jpg 687w)
অনুষ্ঠানে ছিল নারীদের বিভিন্ন আয়োজন। শিশু-কিশোররাও অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে। এ ছাড়া দেশীয় সুস্বাদু পিঠাসহ যাবতীয় খাবারের আয়োজনের পাশাপাশি রাতব্যাপী চলে মনমাতানো নাচ, গানসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করে প্রবাসী পরিবারগুলো। গভীর রাত পর্যন্ত চলা এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ব্যতিক্রমধর্মী এমন আয়োজন এবং নতুন সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন তালুকদার হারুনুর রশিদ, ফারুক হোসেন, সংগীত একাডেমি কলতানের প্রতিষ্ঠাতা মমতাজ উল আলম তাজ, ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সংগঠক মুসা খান বাবু, তালুকদার আবদুর রহমান বেলাল, ওয়াজেদ হোসেন, জাহিদ পাটওয়ারী, রেজাউল করিম মীরাজ, মনির হোসেন ডালিম, লিয়াকত হোসেম লিটন, লোটন মুসা, শেখ বাদল, ব্যবসায়ী আবদুল আজিজ, মোহাম্মদ আলী, ফয়সাল, ওয়াহিদুজ্জামান, নাজিম, নারীনেত্রী আলপনা ইয়াসমিন পলি, এলমিস ফাতেমা চৌধুরী এ্যাপলো, হাজেরা জাহিদ, মারীজ লিহাজী, সম্পা, নাশরা, ওয়াফা, তন্নি, রোজানা, মরিয়ম, মুনিরা নওরীন, জুমা, বৃষ্টি প্রমুখ।