সৌদিতে এনটিভির আয়োজনে শীতকালীন বনভোজন অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/25/1_0.jpg)
সৌদি আরবের রিয়াদে এনটিভির আয়োজনে শীতকালীন বনভোজন উৎসব হয়েছে। বরাবরের মতো এবারও অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার ও ফয়সাল সিসি টিভি।
রিয়াদেরই পাশের উপশহর আল খারিজ সংলগ্ন খেজুর বাগানে গত সোমবার এই শীতকালীন বনভোজন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচিতে ছিল গল্প বলা, কবিতা আবৃত্তি ও প্রবাসে এনটিভি সাংস্কৃতিক ফোরামভুক্ত শিল্পীদের নৃত্য।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/11/25/2_0.jpg 687w)
অনুষ্ঠানের শুরুতে মাওলানা নোমান ফয়েজী কোরআন তিলাওয়াত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি প্রবাস বিনোদনের স্পন্সর ফয়সাল সিসি টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সল।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/11/25/3.jpg 687w)
এনটিভির সৌদি আরব প্রতিনিধি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও নন্দিত উপস্থাপক মুসা খান। স্বাগত বক্তা ছিলেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের মুখপাত্র জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ফারুক হোসেন, তালুকদার হারুনুর রশীদ, মধ্যপ্রাচ্যভিত্তিক জনপ্রিয় ব্লগার মুনিরা নওরিন, এনটিভি সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলপনা ইয়াসমিন পলি, ব্যবসায়ী ও যুবনেতা মো. জাহাঙ্গীর আলম, এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি ওয়াজেদ হোসেন, ব্যবসায়ী লোটন মুসা, সমাজসেবী আবদুর রহমান বেলাল, সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা, আল আমিন সরকার, হাজেরা জাহিদ, সম্পা লোটন, ফারজানা ফারুক, ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং অফিসার সাংবাদিক রোস্তম খান ও সালাহউদ্দিন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/11/25/4.jpg 687w)
অনুষ্ঠানে বাহারি রকমের নাস্তা ও বিশেষ খাবারের বহুবিধ আয়োজন ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে এনটিভির শিশুশিল্পী সিরাজুম মুনিরা আরওয়ার জন্মদিনের কেক কেটে জন্ম উৎসবও পালন করা হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/11/25/5.jpg 687w)
অনুষ্ঠান প্রবাসীদের আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়, যেন এক টুকরো বাংলাদেশ সাজে সেজে ছিল খেজুর বাগান বাড়িটি। সব শেষে ছিল মন মাতানো সাংস্কৃতিক আয়োজন। এতে প্রবাসে এনটিভির জনপ্রিয় নৃত্যশিল্পী তন্বী ও ওয়াফার প্রাণবন্ত নৃত্য দর্শকদের আনন্দ দেয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/11/25/6.jpg 687w)
বিপুল প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধি সপরিবারে এ আনন্দ আয়োজনে অংশ নেয়। অংশগ্রহণকারীরা রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের ধারাবাহিক সব আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এনটিভির সঙ্গে থাকার কথা বলেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/11/25/7.jpg 687w)
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। হালকা শীতের মধ্যে অনুষ্ঠিত পুরো আয়োজন ছিল দেখার মতো। মঞ্চসহ সার্বিক দায়িত্বে ছিলেন নোমান ও তন্বী।