সৌদি আরবে প্রবাসীদের বনভোজন ও আনন্দ আড্ডা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/09/1.jpg)
সৌদি আরবের রিয়াদে সম্প্রতি জনপ্রিয় ব্লগার মুনীরা নওরীনের আয়োজনে শীতকালীন বনভোজন ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের খেজুরবাগান ঘেরা আল খারিজ শহরে দিনব্যাপী এ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/09/2.jpg)
মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ব্লগার মুনীরা নওরীনের আয়োজনে বনভোজন ও আনন্দ আড্ডায় প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা পরিবারসহ অংশগ্রহণ করেন। এনটিভি ও এনটিভি সাংস্কৃতিক ফোরাম এবং ফয়সাল সিসি টিভি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/09/5.jpg)
বনভোজন ও আনন্দ আড্ডারস্থলে দৃষ্টিনন্দিত জায়গাগুলো পরির্দশন করেন অতিথিরা। অতিথিদের সৌদি আরব এনটিভি পরিবারের পক্ষ থেকে এনটিভির লোগোযুক্ত মাফলার ও ফয়সাল সিসি টিভির পক্ষ থেকে ক্যাপ উপহার দেওয়া হয়।
বনভোজন ও আনন্দ আড্ডায় প্রধান অতিথি ছিলেন সৌদিতে কর্মরত বাংলাদেশি বরেণ্য চিকিৎসক ডা. মনোজ কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও ব্যক্তিত্ব মুসা খান বাবু, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, ফয়সাল সিসি টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফয়সাল, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব তালুকদার হারুনুর রশিদ, ব্যবসায়ী ও সমাজসেবী ফারুক হোসেন মাতাব্বর, জাহিদ পাটওয়ারী, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের সদস্য ফাহাদ, রিয়াদ জাপান দূতাবাসে কর্মরত বিশিষ্ট বাংলাদেশি বকুল, সামাজিক ব্যক্তিত্ব ওয়াজেদ হোসেন, অতোলটি ট্রাভেলসের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট প্রবাসী নাগরিক ওয়াহিদুল আলম, ডা. ন্যান্সি দেওয়ানজি, এনটিভি সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলপনা ইয়াসমিন পলি, সহসভাপতি হাজেরা জাহিদ, শাহীনুর ফারুক, বৃষ্টি, ফারজানা, তন্নি, ফাদিলা, নাজিম, রিপন, মীরাজ, শিমুল, নাজমিন আখতার লীমা, সেলিনা আকতার ঝুমা, আফরোজা ওয়াহিদ, ফয়সাল, রেনেসা, লাইবা, ইয়াকুবসহ প্রবাসী সমাজের বিশিষ্টজনেরা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/09/3.jpg)
নানা রকম দেশীয় খাবারের ব্যবস্থা ছিল পুরো আয়োজনে। সব শেষে ছিল এনটিভি সাংস্কৃতিক ফোরামের নৃত্যশিল্পী তন্নি ও ওয়াফার নৃত্য।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/09/4.jpg)
অংশগ্রহণকারী সবাই শীতকালীন এমন বনভোজন ও আনন্দ আড্ডা আয়োজনে মুনীরা নওরীন ও মুসা খান বাবুর ভূয়শী প্রশংসা করেন। তাঁরা আশা করেন, মরুর বুকে দেশীয় ভাবধারায় এমন মিলনমেলা আয়োজন অব্যাহত থাকবে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/09/6.jpg)
পুরো অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদ, হাজেরা ও নোমান।