সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/22/saudi-accident.jpg)
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আবদুল্লাহ আল নোমান। ছবি : সংগৃহীত
সৌদি আরবের তাবুকে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আবদুল্লাহ আল নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় মদিনার পাশের তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে বালুঝড়ের কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আবদুল্লাহ আল নোমান।
এ দুর্ঘটনায় নূর নবী নামের আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত নূর নবীর পরিচয় পাওয়া যায়নি।
নোমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিডি ফুডস কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।