এয়ার এশিয়ার টনি ফার্নান্দেজকে ডক্টরেট দিল মাশা বিশ্ববিদ্যালয়

এয়ার-এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানশ্রী টনি ফার্নান্দেজকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার মাসা বিশ্ববিদ্যালয়।
গত ১৪ মার্চ কুয়ালালামপুরে দামানসারা সুজানা পুত্রা ক্যাম্পাসে মাসা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে করপোরেট নেতৃত্বের জন্য তাঁকে সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি দেওয়া হয়।
এ সময় তানশ্রী টনি ফার্নান্দেজ বলেন, প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার এবং পরিমিত ঝুঁকি গ্রহণ আমার এ ব্যবসায়ের নেতৃত্বের উল্লেখযোগ্য দিক। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের বেরিয়ে আসা উচিত। তোমরা যে কাজটা করতে চাও, সেটা আরো জোর দিয়ে চেষ্টা করা উচিত। তোমরা ব্যর্থতার কারণে ভীত হইও না। যদি ব্যর্থ হও তাহলে আবার চেষ্টা কর। প্রতিভা ও নির্বুদ্ধিতার মধ্যে একটা ভালো শিক্ষণীয় দিক রয়েছে।’
মাসা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও নির্বাহী সভাপতি অধ্যাপক তান শ্রী ড. মোহাম্মাদ হানিফা আবদুল্লাহ বলেন, ‘ফার্নান্দেজকে ডক্টরেট ডিগ্রি প্রদান করতে পেরে আমাদের বিশ্ববিদ্যালয় খুবই গর্বিত। তিনি (ফার্নান্দেজ) একজন স্বপ্নাদর্শী মানুষ। যিনি এশিয়ার বিমান যাতায়াত ব্যবস্থা অবিশ্বাস্যভাবে সহজতর করেছেন। এয়ার-এশিয়া চালুর আগে বর্তমান সময়ের তুলনায় মালায়শিয়ার ১০ ভাগ যাত্রীও বিমানে চলাচল করেনি। কিন্তু আজ মালায়শিয়ার লোক শুধু বিমানে ভ্রমণই করে না, ১২০টি দেশে কমমূল্যে তারা সহজভাবে ভ্রমণের জন্য এটাকেই বেছে নিয়েছে।’
পরে টনি ফার্নান্দেজ মাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত ‘সেন্টার অব গ্লোবাল বিজিনেস’ সেমিনারে যোগ দেন। মাসা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্র বাংলাদেশের চাঁদপুরের সিতাবুর রহমান জিতের এক প্রশ্নের উত্তরে এয়ার-এশিয়াপ্রধান তানশ্রী টনি ফার্নান্দেজ বিশ্বব্যাপী ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি ব্যবসার মূল ধারণাগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এ সময় মাসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।