মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি আমান উল্লাহ। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের কেলাংগে সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি শরীয়তপুরের সখিপুর উপজেলার চরভাগা ইউনিয়নের মিয়ারচর গ্রামের আব্দুল করিম হাওলাদারের ছেলে।
মালয়েশিয়াস্থ শরীয়তপুর জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির এনটিভি অনলাইনকে জানান, গতকাল মঙ্গলবার কেলাংয়ে আমানুল্লাহ কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা সঙ্গে সঙ্গে কেলাং হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেলে মৃত্যুবরণ করেন তিনি।
২০১৫ সালে মালয়েশিয়ার কেলাংয়ের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতে যান আমান উল্লাহ। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে আছে।
আগামীকাল বৃহস্পতিবার আমান উল্লাহর মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান জহির।