Beta

মালয়েশিয়ায় রাষ্ট্রদূতের বাসভবনে প্রবাসীদের মিলনমেলা

১৩ আগস্ট ২০১৯, ১৫:১৩

গতকাল সোমবার মালয়েশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম তাঁর বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ছবি : এনটিভি

মালয়েশিয়ায় গত রোববার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে গতকাল সোমবার মালয়েশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম তাঁর বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

গতকাল স্থানীয় সময় বিকেল ৫টায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজ, বিদেশি কূটনীতিবিদ একসঙ্গে মিলিত হন শহীদুল ইসলামের বাসভবনে। সেখানে প্রবাসীদের এক মিলনমেলা তৈরি হয়।

অতিথিদের আপ্যায়ন করেন রাষ্ট্রদূত নিজেই। সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তারাও। প্রবাসীদের কাছে পেয়ে শহীদুল ইসলাম সবার খোঁজখবর নেন।

পরে দূতাবাসের কর্মকর্তারা প্রবাসীদের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেন। রাষ্ট্রদূতের বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের এমন মিলনমেলায় নিজেদের আনন্দ প্রকাশ করেন প্রবাসীরা।

Advertisement