মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাই নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/20/photo-1568996615.jpg)
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড় ভাই আল আমিন (২৩) ও ছোট ভাই আরাফাত (২০)।
নিহত আলামিন ও আরাফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মো. হোসেনের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মা নাসিমা বেগম জানান, তাঁর আরেক সন্তান মো. নাসের আফ্রিকা প্রবাসী। এক মাস আগে তাঁর দুই ছেলে আল আমিন ও আরাফাত দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হন। সড়কপথে মোজাব্বিক থেকে দক্ষিণ আফ্রিকায় ঢোকার সময় তাঁদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ওই দুই ভাই।
এ ঘটনায় বাংলাদেশিসহ আরো অনেক ব্যক্তি হতাহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে, তাঁদের নিহত হওয়ার খবর নিজ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তাঁরা গত কয়েকদিন আগে দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় যায় বলে জানা যায়।