কবিতা-গান-নাচের মিলিত সন্ধ্যায় নিউইয়র্কে আমন্ত্রণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/12/photo-1449910348.jpg)
প্রিয়ার কপালের জ্বলজ্বলে লাল টিপ অথবা কপোলের কালো তিল, রঙিন প্রজাপতি, কালো ভ্রমর, শুভ্র মেঘ, সবুজ প্রকৃতি অথবা সাত রঙা রংধনু কোনটাই আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন নয়। কিংবা নয় জীবনের বাইরে। জীবনের সাথে সম্পর্কযুক্ত যেকোনো সৃষ্টির প্রতিটি ধাপেই রয়েছে রঙের অপরূপ খেলা, অপূর্ব কারুকাজ।
মানুষের আবেগ-অনুভূতির প্রতিটি মুহূর্তে ছড়িয়ে আছে নানা রং। কখনো ভালো লাগে মায়ের আঁচল, কখনো প্রিয়ার চোখের কাজল, কখনো আকাশে উড়তে থাকা বেপরোয়া ঘুড়ি আবার কখনো কোনো কিশোরীর হাতের রঙিন চুড়ি। প্রখর আলো থেকে কালো অন্ধকারের দিকে এগিয়ে যায় মানুষের রঙিন জীবন। এই জীবনকে ঘিরে থাকা অপরূপ বৈচিত্রময় প্রকৃতিকে নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমন্বিত পরিবেশনা ‘রং’।
আগামী ২০ ডিসেম্বর ২০১৫, রোববার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের পিএস ২৩৪ মিলনায়তনে (৩০-১৫, ২৯ স্ট্রিট, অ্যাস্টোরিয়া) শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনকের আয়োজনে মঞ্চায়িত হবে সংগঠনটির এই ১৯তম প্রযোজনা। সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য সমন্বিত পরিবেশনা ‘রং’-এর রচনা ও নির্দেশনায় আছেন সঙ্গীতশিল্পী শফিকুল ইসলাম। এ ছাড়া একইদিনে পরিবেশিত হবে পারভীন সুলতানার গ্রন্থনা ও নির্দেশনায় শব্দর শিক্ষানবিশ প্রযোজনা ‘মাতে আনন্দে প্রাণ’।
দর্শনীবিহীন এই আযোজনে নিউইয়র্ক প্রবাসীসহ সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে শব্দের পক্ষ থেকে।