জিতল কুমিল্লা, মিষ্টি খেল সৌদি প্রবাসীরা
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয়ে আনন্দের অন্ত নেই কুমিল্লাবাসীর। দেশের সীমা ছাড়িয়ে সেই আনন্দের রেশ প্রবাসেও। মিষ্টিমুখ করে নিজ এলাকার ফ্র্যাঞ্চাইজির জয় উদযাপন করেছেন কুমিল্লার সৌদিপ্রবাসীরা।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানানো ও মিষ্টি বিতরণের পাশাপাশি আলোচনা সভা করেছে মদিনার কুমিল্লা প্রবাসীরা।
মদিনা প্রবাসী কুমিল্লার ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী নাসেরুল্লাহ ফারুকী।
টিটুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আনোয়ার হোসেন। বক্তব্য দেন জসিম ইসমাইল লোকমান।
আলোচনা সভায় কুমিল্লা প্রবাসীরা ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তাঁর মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামালকে।
গতকাল রাতে রুদ্ধশ্বাস খেলায় বরিশাল বুলসকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। জয়ের জন্য শেষ ১২ বলে ২৩ রান দরকার ছিল কুমিল্লার। শেষ ওভারে দরকার ১৩ রান; প্রথম বলেই আউট শুভাগত হোম। পরের বলে একটি মাত্র রান। মানে চার বলে চাই ১১ রান।
পরপর দু বলে দুটি চার এলো কাপালির ব্যাট থেকে। এবার দুই বলে ৩ রান দরকার। এলো দুই রান। সেই নাটকীয় ক্ষণ এক বলে এক রান। ব্যাটে বল লাগল কি, লাগল না সেদিকে খেয়াল না করে অলক কাপালি ছুট দিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাটকীয় জয় পেল ৩ উইকেটের। টানা তৃতীয় বিপিএল ট্রফি হাতে তুললেন মাশরাফি বিন মুর্তজা।