স্পেনে কাগজ পত্রিকার ১১ বছর পূর্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/10/photo-1425984284.jpg)
স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় আলাদা দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা কাগজ পত্রিকার ১১ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। রাজধানী মাদ্রিদ শহরে গতকাল সোমবার ৯ মার্চ কেক কেটে বাংলা কাগজের ১১ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় স্পেনে অবস্থানরত দলমত নির্বিশেষে দেশের নাগরিকরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জাজামান সুন্দরের সভাপতিত্বে ও দবির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বাংলা কাগজই একমাত্র পত্রিকা যা একই সাথে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও বাংলাদেশ থেকে এক যোগে প্রকাশিত হয়ে এই প্রবাসে বাংলা কমিউনিটির সেবা করছে।
সাংবাদিক বকুল খানের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলা কাগজের স্পেন উপদেষ্টা খুরশেদ আলম মজুমদার, কমিউনিটি নেতা ও আব্দুল কাউয়ুম পংকি, স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন আতা, স্পেন আল ইসলাহ সভাপতি মো. আব্দুর রাজ্জাক, বাংলা টিভির মাদ্রিদ প্রতিনিধি সেলিম আলম, মাদ্রিদ থেকে প্রকাশিত দেশ কণ্ঠের সম্পাদক এ এম জহিরুল ইসলাম, সংবাদকর্মী জিদ্দি চৌধুরী, বিএনপি নেতা নাজমুল ইসলাম নাজু। মানবাধিকারকর্মী ফজলে এলাহী, স্পেন যুব দলের সভাপতি রমিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রিজভী আলম, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, স্পেন ছাত্রনেতা আবু জাফর রাসেল, হুমায়ন কবির রিগান, যুবদলের কর্মী ছানুর মিয়া ছাদ, নিজাম মুন্সী, ছায়দুল হক টিপু প্রমুখ।
এদিকে বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি লোকমান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পর্যটন নগরী বার্সেলোনার স্থানীয় তানদুরী নাইট রেস্টুরেন্টে বাংলা কাগজের স্পেন উপদেষ্টা মোক্তার আহমেদের সভাপতিত্বে ও কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের সাথে প্রবাসের সেঁতু বন্ধন স্থাপনে বাংলা কাগজ যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসার দাবিদার। বাংলা কাগজ পত্রিকার দীর্ঘায়ু কামনা করে জন্মবার্ষিকীর এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলা কাগজের স্পেন উপদেষ্টা আব্দুল বাছিত কাওছার, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, কাতালোনিয়া আওয়ামীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন, সিলেট ডিভিশন ইয়্যুথ ফোরামের মো. মামুন, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মামুন, আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ, আওয়ামী লীগের সদস্য শিমুল চক্রবর্তী, আওয়ামী লীগকর্মী ফিরোজ হোসেন আতা, সিলেট ডিভিশনের সহসাধারণ সম্পাদক জাহান আহমেদ, সহসভাপতি সোলায়মান শাহ কবির, আওয়ামী লীগকর্মী আব্দুল মান্নান, ইলিয়াস মুক্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েবুর রহমান লায়েক, বিএনপি নেতা শাহ আব্দুল কাদির, শাহজালাল মসজিদের খতিব ইকবাল আহমেদ প্রমুখ। পরে বাংলা কাগজ পত্রিকার জন্মদিনের কেক কাটেন উপস্থিত সুধীজন।