সিঙ্গাপুরে তরুণ প্রজন্মের নাট্যশিল্পীদের সংবর্ধনা

সিঙ্গাপুরে তরুণ প্রজন্মের নাট্যশিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রতিভার খোঁজে’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা ‘১৯৭১ এক টুকরো ছবি’র মঞ্চায়নে অংশগ্রহণকারীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
আজ সন্ধ্যায় গোল্ডেন ল্যান্ডমার্ক ভবনের রেড ভেলভেট হোটেলে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) এই সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসবিএসের প্রেসিডেন্ট মো. নুরুল করিম, এসবিএসের সম্পাদক এ কে এম আমিনুল্লাহ শাহীন এবং রহমান গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনি।
গত ২৬ মার্চ বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রতিভার খোঁজে’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা ‘১৯৭১ এক টুকরো ছবি’ ও ‘অনিল বাগচীর একদিন’-এ অংশগ্রহণকারীদের মধ্যে মোট ১৫ জনকে সার্টিফিকেট দেওয়া হয়। এই সংবর্ধনার সার্টিফিকেট দেওয়া হয় রহমান গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনির সৌজন্যে। আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন এসবিএসের সাংস্কৃতিক সম্পাদক আদনান আহমেদ আনসারী।