ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় বাংলাদেশিদের বৈশাখ

বনভোজনের মাধ্যমে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন করলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি ছাত্র-শিক্ষকরা।
গত রোববার বিকেলে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (বিএসএইউপিএম) পাহাড়ি ক্যাম্পাসে এ বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে অংশ নেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক ছাত্রছাত্রী, অধ্যাপক, পিএইচডি গবেষক ও তাঁদের স্ত্রী-সন্তানরা।
বনভোজনটি যেন প্রবাসী ছাত্র-শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। প্রবাসে মুক্ত পরিবেশ পেয়ে ছোট ছোট ছেলেমেয়ে আনন্দে ছোটাছুটি করে। মেতে ওঠে নানা খেলায়। অন্যদিকে বিদেশের মাটিতে অনেক বাংলাদেশি একত্র হওয়ায় সবাই নিজেদের মাঝে খোশগল্পে মেতে ওঠেন।
বিএসএইউপিএম সভাপতি মোহাম্মাদ আবদুল বাশির জানান, বিদেশে অবস্থানকালে দেশীয় সংস্কৃতি কিছুটা হলেও উপভোগ করা যায় এমন আয়োজনের মাধ্যমে। তাই বিএসএইউপিএম এ বনভোজনের আয়োজন করেছে।
আবদুল বাশির আরো জানান, বাংলা সংস্কৃতিকে বিদেশের মাটিতে পরিচয় করিয়ে দিতেই বিএসএইউপিএম দেশীয় অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে আয়োজন করে এ অনুষ্ঠানের।
বিএসএইউপিএম সভাপতি মোহাম্মাদ আবদুল বাশিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র রিসার্চ ফেলো ড. আমিনুর রহমান, ড. নুরুল আমিন, ড. সাইফুল ইসলাম, ড. আসমা নাজনীন, ইউপিএমআইএসের প্রেসিডেন্ট উসমান সানি, মো. সাহাবুদ্দিন আহমেদ, মো. শামীম পারভেজ, মঈন আহমেদ, মোহাম্মাদ মাজেদুল ইসলাম সিরাজসহ আরো অনেকে।