ত্যাগী নেতাদের বিএনপির নেতৃত্বে আনার দাবি

সৌদি আরবে আল খোবার জেলা বিএনপির তোকবা উপশাখার নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রবাসী বিএনপি নেতারা। ছবি : এনটিভি
দলের ত্যাগী নেতাদের নেতৃত্বে মনোনীত করার দাবি জানিয়েছে সৌদি আরব বিএনপি। দেশটির আল খোবার জেলা বিএনপির তোকবা উপশাখার নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতারা এসব কথা বলেন।
এর আগে ভোটাভুটির মাধ্যমে তোকবা উপশাখায় ওয়াহিদ হাওলাদারকে সভাপতি, নবীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং ফরিদ উদ্দীনকে জ্যেষ্ঠ সহসভাপতি করে বিএনপির তোকবা উপশাখার নতুন কমিটি গঠন করা হয়।
সৌদি আরবের বিএনপি নেতা আবদুল হাই সিদ্দিকের পরিচালনায় আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দাম্মাম নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দাম্মাম প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক এম এ কাশেম খান। এ সভায় প্রবাসী বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।