রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত ও উপ-রাষ্ট্রদূতকে এনটিভির শুভেচ্ছা উপহার

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিহর (বাঁয়ে) হাতে এনটিভির চেয়ারম্যানের দেওয়া শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন ফারুক আহমেদ চান। ছবি : এনটিভি
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিহ ও উপরাষ্ট্রদূত ড. নজরুল ইসলামকে শুভেচ্ছা উপহার দিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
আজ বুধবার দুপুর ২টার দিকে দূতাবাসের কার্যালয়ে এনটিভির ডায়েরি ও ক্যালেন্ডার তুলে দেন সৌদি আরবে এনটিভির ব্যুরো প্রধান ফারুক আহমেদ চান। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এনটিভির সৌদি ব্যুরো চিফ ক্যামেরাপারসন মাসুদ রানাসহ প্রবাসী সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত গোলাম মশিহ প্রবাসে এনটিভির ভূমিকার প্রশংসা করেন এবং চ্যানেলটির বস্তুনিষ্ঠ সংবাদ ও দল নিরপেক্ষ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।