কুয়েতে সরকারি অনুমোদন পেল ‘অগ্রদৃষ্টি’

কুয়েতে স্থানীয় সরকারের অনুমোদন পেল অনলাইন মিডিয়া গ্রুপ ‘অগ্রদৃষ্টি’। এ উপলক্ষে নতুন করে সম্পাদনা পর্ষদ গঠন এবং আগের সব প্রতিনিধিদের পরিচিতি কার্ড বাতিলসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
গত ৭ মে শনিবার রাতে কুয়েত সিটির রাজধানী নামক হোটেলে অগ্রদৃষ্টির মহাপরিচালক রাশেদ মোশাররফ পাঠান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মিডিয়া জগতে আগমন সম্পর্কে রাশেদ জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কিন্তু জনকল্যাণে কাজ করতে হলে মিডিয়া প্রয়োজন। সে বিষয়ে চিন্তা করে তিনি এ পদক্ষেপ নেন।
কুয়েতের সরকারি অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাশেদ জানান, লাইসেন্স বা অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত যে যার ইচ্ছা অনুযায়ী কার্যক্রম চালিয়েছেন। কিন্তু বর্তমানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় সরকার কর্তৃক অনুমোদন পেয়েছে। এর নিজস্ব অফিসও আছে। সবার সহযোগিতা নিয়ে শিগগিরই নতুন আঙ্গিকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান অগ্রদৃষ্টির মহাপরিচালক।
অভ্যন্তরীণ সমস্যার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকবে। নতুন সম্পাদনা পরিষদ গঠন করে শিগগিরই এর কার্যক্রম পুনরায় শুরু করার কথা জানান রাশেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়েতপ্রবাসী বিশিষ্ট সংগঠক শেখ আকরামুজ্জামান, মনির হোসেন মন্টু, মঈন উদ্দিন মঈন, শাহ নেওয়াজ নজরুল, হযরত আলী মল্লিক, মোরাদ চৌধুরী, আলী আবদুল ওয়াহিদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সংগঠনের নেতারা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—মানবাধিকার সাংবাদিক গ্রুপের সভাপতি ও আজকের সূর্যোদয় কুয়েত ব্যুরোপ্রধান মো. ইয়াকুব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, সহসভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি শরিফ মিজান, যুগ্ম সম্পাদক ও আরটিভি প্রতিনিধি মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঈয়াদ প্রতিনিধি আল আমিন রানা, আজকের সূর্যোদয়ের কুয়েত প্রতিনিধি মাহমুদুর রহমান, এনসিসি অনলাইন টিভির প্রতিনিধি আল আমিন সরকার, বাংলার বার্তার প্রতিনিধি এমরান সিকদার প্রমুখ।