মালয়েশিয়ায় নৌমন্ত্রীকে আওয়ামী লীগের শুভেচ্ছা

মালয়েশিয়া সফর করছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁকে শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিমানবন্দরে পৌঁছানোর পর নৌপরিবহনমন্ত্রী মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের কার্যক্রম সম্পর্কে জানতে চান।
মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, লেবার কনস্যুলার ছায়েদুল ইসলাম মুকুল ও ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রাইস হাসান সারোয়ার।
মন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌপরিবহনমন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর শাহীন রহমান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসার মো. নাসিরউদ্দিন।
নৌপরিবহনমন্ত্রীর সফরের বিষয়ে মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ বাদল এনটিভি অনলাইন বলেন, মন্ত্রী কুয়ালালামপুরের ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি), জোহর বাহরুতে তেনজুং পেলাপাস বন্দর ও টিইউএএস দ্বিতীয় লিংক চেকপয়েন্ট, সিঙ্গাপুর বন্দর, আইসিডি ও উডল্যান্ড চেকপয়েন্ট পরিদর্শন করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার আধুনিক ও উন্নত বন্দরগুলোর পরিচালন কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের উদ্দেশে এসব স্থান পরিদর্শন করবেন মন্ত্রী।
মালয়েশিয়া সফর শেষে নৌপরিবহনমন্ত্রী সিঙ্গাপুরে শারীরিক চেক-আপ করাবেন বলেও জানান রাশেদ বাদল।