কানাডার আলবার্টায় বাংলা উৎসব
কানাডায় অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সাংস্কৃতিক উৎসব ‘আলবার্টা বাংলা ফেস্টিভাল-২০১৬’। স্থানীয় সময় শনিবার দেশটির আলবার্টা প্রদেশের ক্যালগারি এলাকার দ্য জেনেসিস সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসবের আয়োজক ছিল বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারি (বিসিএওসি)।
গত শনিবার সকাল ১০টায় উৎসবস্থলের গেট খুলে দেওয়া হয়। বেলা ১১টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যালগারির মেয়র নাহিদ নেনশি। উদ্বোধন অনুষ্ঠানের বক্তৃতায় কানাডার অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন মেয়র।
উদ্বোধনের পর থেকে দুপুর পর্যন্ত চলে বাংলাদেশি খাবার ও পোশাক উৎসব। উৎসবস্থলে বসেছিল বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও পোশাকের স্থল। দর্শনার্থীরা এসব স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খাবার ও পোশাক কেনেন।
বিকেল ৫টায় শতকণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অনুষ্ঠানে অংশ নেন শিল্পী বাপ্পা মজুমদার, এলিটা করিম, বেবী নাজনীন, অঞ্জন বসু, দেবজ্যোতি মিশ্র। রাত ১১টা পর্যন্ত চলে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। কয়েকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন পিংকি ও তাঁর দল।
অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্য রাখেন আলবার্টা প্রদেশের কয়েক মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তা। বিসিএওসি আয়োজিত অনুষ্ঠানের উপস্থাপনা করেন কাজী মনামী। সংগঠনের সভাপতি কাজী এহসান উৎসব থেকে উত্তোলিত অর্থের ১০ শতাংশ রেড ক্রসের মাধ্যমে সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত আলবার্টার ফোর্ট ম্যাকমারি শহরে সাহায্যে দেওয়ার কথা ঘোষণা করেন।
আলবার্টার বাংলা উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই, আজকের কাগজ ও এনআরবি টিভি।