ঘূর্ণিঝড়ে নিহতদের জন্য মালয়েশিয়ায় শবে বরাতে প্রবাসীদের দোয়া

ঘূর্ণিঝড় রোয়ানুতে নিহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। শবে বরাত উপলক্ষে গতকাল শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বায়তুল মোকাররম মসজিদে প্রবাসীদের রাতব্যাপী ইবাদত-বন্দেগির এক আয়োজনে এই বিশেষ দোয়া করা হয়।
ধর্মীয় বয়ান ও মোনাজাত পরিচালনা করেন মালয়েশিয়ার বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজাউল হক। ধর্মীয় বয়ানে শবে বরাতের ফজিলত নিয়ে আলোচন করেন তিনি।
পরে বিশেষ মোনাজাতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ঘূর্ণিঝড় রোয়ানুতে নিহত বাংলাদেশিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রবাসীদের মৃত বাবা-মা ও স্বজনদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে পবিত্র এই রজনীতে মহান আল্লাহর নৈকট্য লাভ ও গোনাহ মাফের জন্য দোয়া করেন ইমাম। এশার নামাজ আদায়, বয়ান, জিকির, শবে বরাতের নামাজ ও সেহরির মধ্যদিয়ে শেষ হয় আয়োজন। শবে বরাতের রাতব্যাপী আয়োজনে বায়তুল মোকাররম মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার বায়তুল মোকাররম মসজিদ পরিচালনা কমিটির সদস্য মো. কবির ভূঁইয়া বলেন, ‘বছরের বেশির ভাগ ধর্মীয় অনুষ্ঠানে আমরা সব প্রবাসীকে নিয়ে এ ধরনের আয়োজন করতে চেষ্টা করি। ইবাদত-বন্দেগির পাশাপাশি রেস্টুরেন্ট জান্নাতে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধও বাড়ে।’
কুয়ালালামপুরের বায়তুল মোকাররম ছাড়াও সেলায়েং পাসারে বায়তুন নূরে শবে বরাতের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়া মালয়েশিয়ার জোহর, পেনাং, পাহাং, সাবাহ, ক্যামেরন হাইল্যান্ডসহ প্রায় জায়গায় সব ইবাদত-বন্দেগি করেছেন প্রবাসী বাংলাদেশিরা।