বাংলাদেশ পরিস্থিতি নিয়ে স্পেনে বিক্ষোভ, মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/30/photo-1427725676.jpg)
বাংলাদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন, গুম, খুন, হত্যা, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা হরণের প্রতিবাদে এবং গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে স্পেনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে স্পেনের অনেক নাগরিকও অংশ নেন।
স্পেনের রাজধানী মাদ্রিদের জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংস্থা ভালিয়ান্তে বাংলা (Valiante Bangla), লা ভজ দা দেরেচো হিউম্যানস (La Voz De Derecho Humanos)।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, বিরোধী দল ও ভিন্ন মতাদর্শীদের দমিয়ে রাখতে বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার, সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞাসহ একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে সরকার। বক্তারা বলেন, ভিন্নমত প্রকাশের জন্য আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীকে কারাগারে আটক রাখা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা হয়েছে। বক্তারা সালাহ উদ্দিন আহমেদ, ইলিয়াস আলীকে উদ্ধারসহ সব নেতা-কর্মীর ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্প্যানিশ মানবাধিকারকর্মী সোহেলী শারমিন, আইনজীবী আলেখান্দ্রা, তেতা তারেস লেও, এলাবদা, মারিয়া, খোয়ান কারবে, সাংবাদিক রছা, খাইতে তেরেসা, মারছা, ফারহানা আলম, আফরোজা বেগম, রুনা মনির, লুতফুন নাহার, বিল্কিস শ্যামল খান, কেয়া খান, আবিদা সুলতানা, কমিউনিটি নেতা আসাদুজ্জামান রাজ্জাক, কামরুজ্জামান সুন্দর, শারিফ মনিরুজ্জামান, মিজানুর রহমান, মখলেসুর রহমান, রিয়াজ উদ্দিন লুৎফুর, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগ্যান, সাইদুল হক টিপু নাজমুল ইসলাম নাজু, ইসলাম উদ্দিন, কাজী জাসিম, ফখরুল ইসলাম, সাইফুল আলম, আমিন চৌধুরী, খায়রুল আলম পলাশ ও শিপার আহমেদ। আরো বক্তব্য রাখেন ফজলে এলাহী, খোরশেদ আলম মজুমদার, আবদুল কাইউম পংকি, রমিজ উদ্দিন, মোরশেদ আলম, নুরুল আলম ও আল-আমিন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন এবং শেখ হাসিনাবিরোধী স্লোগান দেন।