জাতির যেকোনো সংকটে বঙ্গমাতা ছিলেন সদা প্রস্তুত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্ম নিয়ে 'বঙ্গমাতা স্মৃতিগ্রন্থ' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বইটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে।
বইটি সম্পাদনা করেছেন বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম. আনিসুর রহমান।
হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) মো. রইছ হাসান সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শহিদুল ইসলাম। নিজের বক্তব্যে তিনি বলেন, বেগম ফজিলাতুন্নেছা একজন গৃহিণী ছিলেন। পরিবারের কঠিন সময়গুলোতে সঠিক ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতেন তিনি। যার কারণে আজও সবার কাছে তিনি অনুপ্রেরণার অপর নাম। জাতির যেকোনো সংকটে বঙ্গবন্ধুর মতো বঙ্গমাতাও ছিলেন সদা প্রস্তুত।
শেখ ফজিলাতুন্নেছার মতো মহীয়সী নারীর জীবন নিয়ে গবেষণাধর্মী কাজ খুব কম হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন রাষ্ট্রদূত। 'বঙ্গমাতা স্মৃতিগ্রন্থ' বইয়ে এই মহীয়সী নারীর জীবনকর্ম আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
বঙ্গবন্ধুর পারিবারিক এবং রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বেগম ফজিলাতুন্নেছা বিভিন্ন সময় সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মো. ফয়সল আহমেদ, কাউন্সিলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম মুকুল, ফার্স্ট সেক্রেটারি এস কে শাহীন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মুশাররাত জেবিন, ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানাসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ছাড়া বঙ্গমাতা পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান, পরিষদের সাবাহ প্রদেশের সভাপতি মানিক মিয়া সেকেন্দার আলী, ব্রুনাইয়ের সভাপতি মো. আবুল কাশেমসহ অন্যরা।
অনুষ্ঠানে বইটি সম্পর্কের সংক্ষিপ্ত আলোচনা করেন এম. আনিসুর রহমান। অনুষ্ঠান শেষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।