কুয়েতে আওয়ামী যুবলীগের সম্মেলন

কুয়েতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আল জাহারা মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্প্রতি জাহারা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
কুয়েত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুয়েত যুবলীগ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল আল জাহারা মহানগর শাখার সভাপতি পদে ইসমাঈল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মীর আহম্মেদসহ ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মীর আহম্মেদ ও শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন কুয়েত আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী ফেরদৌস, কুয়েত যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, সেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, আনছার আলী হাওলাদার, জাফর আহম্মেদ মনির, মো. সুমন, আলী উল্লাহ, মো. লিটন, আব্দুল মান্নান, জাহিদ চৌধুরী, নূর উদ্দিন, শহীদসহ সংগঠনের নেতারা। তাঁরা বাংলাদেশ জঙ্গি রাজাকারমুক্ত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা উপস্থিত ছিলেন। আলোচনা ও পরিচিতি সভা শেষে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সংগঠনের অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।