আইক্যাপ সম্মেলনে যোগ দিতে এরশাদ মালয়েশিয়ায়

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পার্লামেন্টারি পার্টিতে (আইক্যাপ) অংশ নিতে পাঁচ দিনের সফরে মালয়েশিয়ায় গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছান হুসেইন মুহম্মদ এরশাদ।
এরশাদকে বরণ করে নিতে বিমানবন্দরে ভিড় করেন মালয়েশিয়া জাতীয় পার্টির নেতাকর্মীরা। মালয়েশিয়া জাতীয় পার্টির সভাপতি এস এম রহমান পারভেজ হুসেইন মুহম্মদ এরশাদকে ফুল দিয়ে স্বাগত জানান।
হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হয়েছেন তাঁর একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।
মালয়েশিয়া জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, ১ থেকে ৪ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আইক্যাবের সম্মেলনে যোগ দিচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন। সম্মেলন উদ্বোধন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
সম্মেলন শেষে ৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন হুসেইন মুহম্মদ এরশাদ।