মালয়েশীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় (ইউপিএম) বরণ করে নেওয়া হয়েছে বাংলাদেশের নতুন শিক্ষার্থীদের। গতকাল রোববার বিকেলে বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (বিএসএইউপিএম) এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাহাসিসওয়া হলরুমে আয়োজিত বিএসএইউপিএমের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি মোহা. আবদুল বাশির। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মুহাম্মাদ ইশরাক জামান।
নবীনবরণ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মাদ ফারুক হোসাইন।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএসএইউপিএমের শিক্ষার্থী ও ইউপিএমের শিক্ষকরা।
ইউপিএমের শিক্ষকরা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম রক্ষা করে চলেছে। ইউপিএম থেকে পাস করে বহু দেশে সুনামের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের নতুন শিক্ষার্থীদের দেশ ও প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশে বিএসএইউপিএমের সদ্য বিদায়ী সভাপতি মোহা. আবদুল বাশির বলেন, ‘আত্মীয়স্বজনকে স্বদেশে রেখে শুধু উচ্চশিক্ষার আশায় আজ তোমরা বিদেশের মাটিতে। পড়াশোনা শেষ করে মাতৃভূমির উন্নয়নে কাজ করার জন্য এখন থেকেই তোমরা প্রস্তুতি নাও। এ ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সব জ্যেষ্ঠ শিক্ষার্থীকে পাশে পাবে।’
বিএসএইউপিএমের নতুন কমিটির উদ্দেশে মোহা. আবদুল বাশির বলেন, ‘আশা করি, নতুন কমিটি বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে আমার চেয়ে আরো বেশি সচেতন থাকবে। বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মান আরো বাড়বে।’
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র রিসার্চ ফেলো আমিনুর রহমান, সহযোগী অধ্যাপক নুরুল আমিন, এইউপিএমআইএসএর প্রেসিডেন্ট মোহাম্মাদ সানি উসমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ সাহাবুদ্দিন, মোসাম্মাৎ জান্নাত আরা, রওশন আমিন, আসমা নাজনিন শাম্মী, মোহাম্মাদ শামীম পারভেজ, নূর আহাদ, হারুনুর রশিদ, রিঙ্কু, আসাদুল ইসলাম, মো. শাইমুন, আহসান শোভন, মারওয়ার প্রমুখ।