মালয়েশিয়ায় এনটিভি দর্শক ফোরামের জমকালো সন্ধ্যা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী করেছেন মালয়েশিয়ার এনটিভি দর্শক ফোরামের সদস্যরা। গত শনিবার রাতে কুয়ালালামপুরের হোটেল সলিলে এই পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাফেজ মাওলানা ইকরামুল হকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
‘লাল-সবুজের বিজয় নিশান’, ‘জেগে ওঠো বাংলাদেশ’সহ বেশ কিছু দেশাত্মবোধক গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন ঢাকা থেকে আসা খুদে শিল্পীরা। এ ছাড়া ছিল মনোমুগ্ধকর নাচের আয়োজন। কিছু সময়ের জন্য দর্শকরা পান দেশের আমেজ।
এ সময় জনপ্রিয় সব বাংলা গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন বাংলাদেশের উদীয়মান কণ্ঠশিল্পী রুক্সার মাহবুব। ‘আমি তো মরে যাব’, ‘গাড়ি চলে না’, ‘একতারা বাজাইও না’সহ দর্শকপ্রিয় গানগুলো চলাকালে দর্শকরাও নেচে-গেয়ে অংশ নেন তাঁর সঙ্গে।
এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার সভাপতি ও মালায়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক মোস্তফা ইমরান রাজু ও সেগি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে এম ফাহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান।
সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও দেশীয় সংস্কৃতির গুণগত মান বজায় রেখে অনুষ্ঠান সম্প্রচার করে বলেই এনটিভি দেশে-বিদেশে বাংলাদেশিদের অতি প্রিয়। প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি দর্শকদের মন জয় করে চলেছে এই চ্যানেল।
সব সময় এনটিভির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মাহফুজুর রহমান বলেন, ভবিষ্যতে আরো ভালো অনুষ্ঠান প্রচার ও গুণগত মান বজায় রেখে এনটিভি দর্শকদের মনে আরো দৃঢ়ভাবে নিজেদের অবস্থান বজায় রাখবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ মাহবুব আলম শাহ, দাতু জাম বিন আবদুল কাদের, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি এস এম রহমান পারভেজ, এস এম মোয়াজ্জেম হোসেন নিপু, কাইয়ুম সরকার, হাফিজুর রহমান, বাংলাদেশ থেকে আগত মো. হুমায়ুন কবির এবং ফটোসাংবাদিক ড. শহিদুল ইসলাম প্রমুখ।
ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় রাজনীতিবিদ দাতিন শ্রী নুরাইনি আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন দাতো শ্রী রাজুয়ান রাজালি, বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ মাহতাব লিটন, রাশেদ বাদল, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনজু খাঁ প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠান উপভোগ করেন মালয়েশিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আসা শিল্পীদের হাতে এনটিভির দর্শক ফোরামের পক্ষ থেকে এনটিভির লোগো-খচিত ক্রেস্ট তুলে দেওয়া হয়।