মালয়েশিয়া আ.লীগের চার সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন

মেয়াদোত্তীর্ণ কমিটির আহ্বায়ক রেজাউল করিম রেজার বিরুদ্ধে নানা অভিযোগ এনে নবগঠিত প্রস্তাবিত কমিটির সমর্থনে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগের চার সহযোগী সংগঠন।
স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্তুলে হোটেল কারি ক্যাপালা হাউসে এ সংবাদ সম্মেলন করা হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি মকবুল হোসেন মকুল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামালের পক্ষে এই সংবাদ সম্মেলন করেন মালয়েশিয়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখা ও ছাত্রলীগের মালয়েশিয়া শাখার নেতারা।
সংবাদ সম্মেলনে আলাদাভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সহযোগী সংগঠনগুলোর নেতারা। ওই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাশার সোহেল, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক মোনায়েম খান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ ও রাসেল শিকদার।
সংবাদ সম্মেলনে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সহযোগী সংগঠনগুলোর নেতারা বলেন, তাঁরা মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করে এমন কাউকে নেতৃত্বে দেখতে চান, যিনি দলের এবং সাধারণ প্রবাসীদের সহযোগিতায় সব সময় হাত বাড়িয়ে দেবেন।
এদিকে দলীয় একটি সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরেই মালয়েশিয়া আওয়ামী লীগে অস্থিরতা চলছে। মেয়াদোত্তীর্ণ কমিটির আহ্বায়ক রেজাউল করিম রেজাকে বাদ দিয়ে নতুন মেরুকরণের লক্ষ্যে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলকে সভাপতি ও অহিদুর রহমান অহিদকে সাধারণ সম্পাদক করে গেল মাসে একটি প্রস্তাবিত কমিটি গঠন করা হয়।
এর কিছুদিন যেতে না যেতেই প্রস্তাবিত কমিটিতে আবারও রদবদল হয়। অহিদুর রহমানকে বাদ দিয়ে কামরুজ্জামান কামালকে সাধারণ সম্পাদক করে প্রস্তাবিত কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়। এই কমিটিকে সমর্থন জানিয়ে সুপারিশ করেছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর এপিএস আবদুস সোবহান গোলাপ ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
এর পরই মকবুল হোসেন মুকুল ও কামরুজ্জামান কামালের পক্ষে বুধবার মালয়েশিয়ার যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন।